সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৩:১৪ অপরাহ্ণ | 626 বার

সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা গণমাধ্যমকে জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরেই ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। মোহসিন রেজা জানান, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এ ছাড়া সারা দেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছেন।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। প্রতি জেলায় ছোট আকারে সেনাবাহিনীর একটি টিম পাঠাবে নির্বাচন কমিশন।

Development by: visionbd24.com