সারাদেশ হাসপাতালে পরিণত হয়েছে : ফখরুল

মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ | ৪:৪৮ অপরাহ্ণ | 465 বার

সারাদেশ হাসপাতালে পরিণত হয়েছে : ফখরুল

সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ প্রতিটি জেলায় নির্যাতন, নৈরাজ্য সৃষ্টি করেছে। মির্জা ফখরুল বলেন, যশোর যুবদল কর্মী ফয়সালকে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং-কৌশল করেছিল তা জাতির সামনে উঠে এসেছে। তাদের লজ্জা নেই, শরম নেই। সারাদেশের কোনো লোকের মুখে কোনো হাসি নেই, কারো মুখেই হাসি দেখি না, নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট।

Development by: visionbd24.com