একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। শীতের সকালের শুরুতে কেন্দ্রের সামনে উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।
ভোট দিতে সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরান ঢাকার ঢাকা মহানগর শিশু হাসপাতাল ২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক মো. তরিকুল ইসলাম বলেন, তার কেন্দ্রে ২৭০০ জন নারী এবং ৩৭৩৪ জন পুরুষের ভোট রয়েছে। নির্ধারিত সময়ে নির্বিঘ্নেই ভোট শুরু হয়েছে।
কেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা পুলিশের এসআই অমিতভ চন্দ্র দুর্জয় বলেন, আমাদের এখানে কোনো সমস্যা এখনও নেই। তারা ৩০ জন পুলিশ সদস্য ডিউটিতে আছেন। এবারের ভোটে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এ নির্বাচনে ভোটাররা দেশ শাসনের গণরায় দেবেন আজ। তাদের এ রায়ে নির্ধারিত হবে আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করছে।
Development by: visionbd24.com