ভিডিও ব্লগার ও অভিনয়শিল্পী সালমান মুক্তাদিরের বিরুদ্ধে মুখ খুলেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। দু’জনের মধ্যে বছর দেড়েক প্রেমের সম্পর্ক চলছিল।
কয়েক দিন আগে গভীর রাতে সালমানের বাসার গেটে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের ভিডিও ভাইরাল হয়। যে তরুণী ওই ঘটনা ঘটিয়েছিলেন তিনি জেসিয়া ইসলাম। ওই ঘটনার পর এই জুটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জেসিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক দেড় বছরের। সালমান কিছুদিন ধরে আমার কাছে কিছু বিষয় লুকাচ্ছিল। ঘটনার দিন সালমান আমার সঙ্গে একটা বিষয়ে মিথ্যা বলে। আমি বিষয়টি বুঝতে পেরে ওর বাসায় যেতে বাধ্য হই। সে ভাবতে পারেনি, এত রাতে আমি যাব। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না।’
বাড়ির গেটে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের বিষয়ে বলেন, ‘শুরুতে তো আমি এমনটা করিনি। আমি যখন সেখানে গিয়েছি তখন রাত দুইটার কাছাকাছি। প্রথমে কলিংবেল দিয়েছিলাম। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করি। কেউ কোনোভাবেই আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। গেট খোলার অনুরোধ করলেও কেউ তা করেনি। সালমান ও তার পরিবারের লোকজন আমার ধৈর্যের বাধ ভাঙতে বাধ্য করে। আমি ভেবেছিলাম, জোরে নক করলে হয়তো তারা গেট খুলবে। আমাকে দুই ঘণ্টার মতো বাইরে দাঁড় করিয়ে রাখে।’
Development by: visionbd24.com