রাজধানীর সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন মনোয়ারা হাসপাতালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৪) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার (৫২)। তারা দুজনই রামপুরার পূর্ব উলনে থাকতেন।
হাসপাতালে তাদের নিয়ে আসা অপর শ্রমিক আরিফুর রহমান জানান, গতকাল সোমবার রাতে সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালে কাজ করছিলেন আনিসুর ও আবুল বাশার। রাত ৩টার দিকে ভেকু মেশিনটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর ও বাশার আহত হন। পরে তাদের মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Development by: visionbd24.com