সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত অপু

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | ১০:২৯ পূর্বাহ্ণ | 512 বার

সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত অপু

বছর শুরুতে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলতি বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে তার। তিনি বলেন, এরইমধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির একটি গানের চিত্রায়ণে অংশ নিয়েছি।

নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘বিয়ের ফুল’ ছবির ‘তোমায় দেখলে মনে হয়’ গানটি নতুন করে ঠোঁট মিলিয়েছি আমি ও বাপ্পী । নতুন সংগীতায়োজনে এ গানটির দৃশ্য ধারণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। গানের কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব বলেও অপু জানায়।

এছাড়া গত মঙ্গলবার ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করেছেন আকাশ আমিন। কাজটি নিয়ে বেশ আশাবাদী অপু। এসব কাজের বাইরে কলকাতার ছবি ‘শর্টকাট’-এর ডাবিংয়ে অংশ ভারতে যাবেন শীঘ্রই।

Development by: visionbd24.com