সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, রেলপথ পারাপারের সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Development by: visionbd24.com