সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জুটমিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ড এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জুটমিলের তাঁত সেক্টরে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে দুই ঘণ্টা ধরে কাজ করছে বলে জানান তিনি।
Development by: visionbd24.com