সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | ৯:৪২ পূর্বাহ্ণ | 537 বার

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জুটমিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ড এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জুটমিলের তাঁত সেক্টরে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে দুই ঘণ্টা ধরে কাজ করছে বলে জানান তিনি।

Development by: visionbd24.com