সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলায় চালিয়েছে। মঙ্গলবার দেইর আজ জর প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতরা সকলেই বেসামরিক লোক। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ কথা জানিয়েছে।
এক সিরীয় কর্মকর্তা জানিয়েছেন, আইএস জঙ্গিদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন জোট। প্রসঙ্গত, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।
Development by: visionbd24.com