সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৩টা ১২ মিনিটে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুপুর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।
নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সকাল থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
‘জয় বাংলা’, ‘নৌকা নৌকাসহ বিভিন্ন স্লোগানে রঙিন ব্যানার-ফেস্টুন, টি-শার্ট আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলিত হয়েছেন জনসভাস্থলে। সভায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
Development by: visionbd24.com