তিনি মহানায়িকা, বাঙালি নারীর কাছে সৌন্দর্যের প্রতীক। চলচ্চিত্রে তার উপস্থিতি, মায়াভরা চোখে কথা আর হৃদয় হরণ করা হাসি মানেই ছিল মুগ্ধতা ছড়ানো এক গল্প। বলছি সুচিত্রা সেনের কথা, যিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ২০১৭ সালে পাড়ি জমান না ফেরার দেশে।
কিংবদন্তি এই নায়িকাকে এবার বই লিখলেন চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ। তার গ্রন্থনায় ‘কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন’ নামের বইটির মোড়ক উন্মোচন হয়ে গেল গতকাল বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায়। এফডিসির জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বইটি লেখক জেয়াদ উৎসর্গ করেছেন প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে।সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ‘ছায়ালোক’ আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছুটির ঘণ্টা খ্যাত নির্মাতা আজিজুর রহমান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহমান, চলচ্চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুসহ আরও অনেকে।
উপস্থিত সবাই বইটির জন্য শুভেচ্ছা জানান, তারা চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদের চমৎকার এই প্রয়াসকে সাধুবাদ জানান। বইটি পাওয়া যাবে এবারের অমর একুশে গ্রন্থমেলায়, যার মূল্য ৪০০ টাকা।
Development by: visionbd24.com