সুনামগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মো. জয়নাল আবেদীন মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে ধলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের সামনের রাস্তায় তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ তার লাশটি উদ্ধার করে। এ ঘটনায় শাহীন মিয়াসহ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর জয়নাল আবেদীন ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বাড়ি যাননি জয়নাল আবেদীন। পরিবারের লোকজন জানান, রাতে কোন এক সময় তাকে খুন করে রাস্তায় লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকার শাহিন মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেভাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার ক্লু উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
Development by: visionbd24.com