সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ উপজেলার শতাধিক বিএনপি নেতা-কর্মী দল ছেড়ে স্বেচ্ছাসেবক লীগে যোগ দিয়েছেন। তাদের ফুল নিয়ে বরণ করে নিয়েছেন স্বচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। রবিবার রাতে ফরহাদ আহমেদের আয়ান বাবা হোটেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা স্বেচ্ছাসেবক দল ছেড়ে স্বেচ্ছাসেবকলীগে যোগ দেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক রবিন আহমদ আকাশ ও প্রচার সম্পাদক মাস্টার জামাল আহমদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন।
এসময় সদ্য যোগ দেওয়া নেতাকর্মীরা বিএনপিকে জঙ্গি জামায়াতের দোসর ও স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করেন। তারা শান্তি,সম্প্রীতি, প্রগতি, উন্নতি ও স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে থাকার অঙ্গীকার করেন। আসন্ন জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করারও আহ্বান জানান তারা।
Development by: visionbd24.com