ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণের ঘটনাকে মধ্যযুগীয় অভিহিত করে ওই ঘটনা সরকার ধামাচাপা দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। বলেন, ‘এই ঘটনা সমগ্র জাতির জন্য বড় ধরনের লজ্জা। একজন নারীকেই নয় বরং গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারকে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান এ কথা বলেন। বিবৃতিতে তিনি সুবর্ণচরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। সরকার সুবর্ণচরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অভিযোগ করে কামাল বলেন, ‘সন্ত্রাসী ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করেছে। পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামিসহ অনেকের নাম বাদ দেওয়াতে আমি ক্ষোভ প্রকাশ করছি।’
‘এই ঘটনা জাতি হিসাবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন। সোশাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে ৩০ ডিসেম্বর নির্যাতনের শিকার এই নারী তার নিজ এলাকার একটি ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে, ক্ষমতাসীনরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলে। ওই নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে বাহির হলে সন্ত্রাসীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।’
অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে কামাল আরো বলেন, ‘সুবর্ণচরের ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে। এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। এরূপ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে।’
Development by: visionbd24.com