সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ : গ্রেফতার আরও একজন

শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯ | ১২:০১ অপরাহ্ণ | 611 বার

সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ : গ্রেফতার আরও একজন

সুবর্ণচর উপজেলায় ৩০ ডিসেম্বর রাতে গৃহবধূকে গণধর্ষণের মামলায় জামাল ওরফে হেঞ্জু মাজি (৪০) নামে আরও এক আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জামাল ওরফে হেঞ্জু মাজি সুবর্ণচরের মধ্যম বাগ্যা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জামাল এজাহারভুক্ত আসামি নন। তবে ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে তার নাম এসেছিল। ঘটনার পর থেকে জামাল পলাতক ছিলেন।

নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেয়ায় ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে উপজেলায় চরজুবলি ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন। আওয়ামী লীগের উপজেলা প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে এ অপকর্ম হয়।

এর আগে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। আজ জামালসহ এ ঘটনায় ১১ আসামি গ্রেফতার হল। এখনও এজাহারভুক্ত তিন আসামি পলাতক রয়েছেন।

Development by: visionbd24.com