সুশাসন নিশ্চিত করা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সকালে (১৫ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেয়ার কথা জানান অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
এর আগে প্রধানমন্ত্রীর নব নিযুক্ত পাঁচ উপদেষ্টা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় তারা নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে বলেন, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ দেশের উন্নয়নের প্রধান বাধা। তাই এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে বলে জানান অর্থনৈতিক উপদেষ্টা।
Development by: visionbd24.com