সেই শামিমার শিশুসন্তানটি মারা গেছে

শনিবার, ০৯ মার্চ ২০১৯ | ১১:২৭ পূর্বাহ্ণ | 543 বার

সেই শামিমার শিশুসন্তানটি মারা গেছে

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস )-এ যোগ দেওয়া ব্রিটিশ তরুণী শামিমা বেগমের সদ্যোজাত শিশুসন্তানটি মারা গেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর মুখপাত্র এ কথা জানিয়েছেন।

শুক্রবার গ্রুপটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ তরুণী শামিমা তিনবছর আগে ১৫ বছর বয়সে আরো দুই ছাত্রীর সঙ্গে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় আইএস-এ যোগ দেন। এরপর তিনি আইএস-এর এক যোদ্ধাকে বিয়ে করেন। সম্প্রতি তিনি শিশুসন্তানসহ ব্রিটেনে ফিরে আসার ইচ্ছে ব্যক্ত করেন।

বৃহস্পতিবার শামিমার শিশুসন্তানটি (ছেলে) নিউমোনিয়ায় মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিন সপ্তাহের কম। মেডিক্যাল প্রত্যায়নপত্রে এমনটাই বলা হয়েছে। সূত্র : বিবিসি

Development by: visionbd24.com