সেন্সরে শাহেনশাহ : হল বুকিং নিয়ে তোড়জোড়

রবিবার, ১০ মার্চ ২০১৯ | ৫:২৭ অপরাহ্ণ | 600 বার

সেন্সরে শাহেনশাহ : হল বুকিং নিয়ে তোড়জোড়

আসন্ন ২২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শাহেনশাহ’। যার ধারাবাহিকতায় ছবিটি রোববার সেন্সরে জমা পড়েছে। দু’একদিনের মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে যাবে ছবিটি।

মুক্তির ১২ দিন হাতে রেখে সিনেমা হল বুকিং নিয়ে এরই মধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। পাশাপাশি নায়িকা হিসেবে আরো আছেন নবাগতা রোদেলা জান্নাত।

গত ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’ শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ। লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে।

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস। ছবিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, আমিত হাসান, অনুভব মাহবুব সহ আরো অনেকে।

Development by: visionbd24.com