সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৪৯ অপরাহ্ণ | 12 বার

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বরে দুই দিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনার এই সফর।

এর আগে, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর চারদিনের সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা।

এদিকে, জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার।

Development by: visionbd24.com