সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় : রাষ্ট্রপতি

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:১৪ অপরাহ্ণ | 604 বার

সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় : রাষ্ট্রপতি

সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জনগণকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন,পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।

পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হল আইনের যথাযথ প্রয়োগ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।

Development by: visionbd24.com