সৈয়দপুরে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | ১০:৫৪ পূর্বাহ্ণ | 586 বার

সৈয়দপুরে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় আহত হয়েছেন ওই বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার)।

রোববার সকালে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহত তত্ত্বাবধায়ককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর শহরের অদূরে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে তারা খামার করে সেখানেই বসবাস করছিলেন। রোববার সকালে খামারবাড়িতে ওই স্বামী ও স্ত্রীর গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় ওই বাড়ির তত্ত্বাবধায়ক অচেতন অবস্থায় সেখানে পড়েছিল।

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে কেউ তাদের গলাকেটে হত্যা করে থাকতে পারে।

Development by: visionbd24.com