সৌদি আরবের কারাগারে বন্দি নারী মানবাধিকার কর্মীদের একে অপরকে চুমো দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কারারক্ষী, তদন্তকারী ও জিজ্ঞাসাকারীদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের নামে নারী বন্দিদের ওপর অমানসিক নির্যাতন, যেমন- বৈদ্যুতিক শক দেয়া, একজন আরেকজনকে চুমু দিতে বাধ্য করা এবং মজা নিয়ে দৃশ্য উপভোগ করেছে জিজ্ঞাসাবাদকারীরা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক অনুসন্ধানে এমন লোমহর্ষক তথ্য উঠে এসেছে।
গত বছরের মে থেকে সৌদির বিভিন্ন কারাগারে বন্দি বেশ কয়েকজন নারী বন্দির সাক্ষাৎকার নিয়েছে অ্যামনেস্টি। সেখানে অন্তত ১০ জন নারী মানবাধিকার কর্মীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে। এমন খবরে উদ্বেগ জানানোর পাশাপাশি সৌদি আরবে স্বাধীন পর্যবেক্ষণ দলের প্রবেশাধিকারের দাবি জানিয়েছে সংস্থাটি। গত বছরের নভেম্বরের শেষদিকে আরেক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, পুরুষ মানবাধিকার কর্মীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে সৌদি আরব।
Development by: visionbd24.com