স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ১২:০১ অপরাহ্ণ | 611 বার

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

জামালপুরের মেলান্দহ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার মধ্যেরচর গ্রামের ঝিনাই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মোহাম্মদ জুয়েল (৩২)।

তিনি জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকায় আব্বাস আলীর ছেলে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, দুপুরে মধ্যেরচর গ্রামের ঝিনাই নদীর পাড়ে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জুয়েলের বুকে ধারালো অস্ত্রের আঘাত ও গলা কাটা ছিল। তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ঝিনাই নদীর পাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Development by: visionbd24.com