চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দিন আকবরকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কোলাগাঁও টেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত জামাল উদ্দিন আকবর কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদার বাড়ির মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি পটিয়ার আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল হোসেন জানান, ‘প্রজন্ম লীগের সভাপতি শাহীন মোল্লা ও তার সহযোগীরা উপর্যুপরি ছুরিকাঘাতে জামালকে খুন করেছে। তারা এর আগেও একাধিক অপরাধ করে পার পেয়ে গেছে।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামতউল্লাহ জানান, সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কোলাগাঁও টেক এলাকায় জামালকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Development by: visionbd24.com