ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী হামিদা বেগম (৪৭) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় সকালে মাসুদুর রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওয়ানা হন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রæতগামী হানিফ কোচ মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মা হামিদা বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।’
Development by: visionbd24.com