বলিউডের নানা মাত্রিক চরিত্রে অভিনয় করা অভিনেতা ইরফান খান। চলতি মাসেই চিকিৎসা শেষে লন্ডন থেকে ভারত ফিরেছেন তিনি। দেশে ফেরার পরই ‘হিন্দি মিডিয়াম টু’ সিনেমা তার কাজ করার নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিলো। পাশাপাশি শোনা গিয়েছিলো এক বছরের আগে জনপ্রিয় এই অভিনেতা নাকি কোনও সিনেমার শুটিং করতে পারবেন না।
তবে সকল গুঞ্জনের অবসান ঘটলো। অবশেষে জানা গেলো, ইরফান খানকে নিয়েই নির্মিত হবে ‘হিন্দি মিডিয়াম’র দ্বিতীয় কিস্তি। আর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তিগমানশু ঢুলিয়া। এক সাক্ষাৎকারে ঢুলিয়া বলেন, ইরফান খান ভারতে ফেরার পর তার সঙ্গে আমি দেখা করেছি। তিনি এখন একেবারে সুস্থ আছেন। ইরফান আমাকে বলেছেন, তিনি খুব শিগগিরই ‘হিন্দি মিডিয়া টু’র শুটিং শুরু করতে যাচ্ছেন।
গত বছর মার্চে নিজের অসুস্থতার খবর ইরফান নিজেই জানান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা জন্য তিনি লন্ডনে উড়াল দেন।
Development by: visionbd24.com