খালেদার মুক্তি আইনি বিষয়, সরকারের হাত নেই : কাদের

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২:০৭ অপরাহ্ণ | 593 বার

খালেদার মুক্তি আইনি বিষয়, সরকারের হাত নেই : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়, এতে সরকারের কোনো হাত নেই।’ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী। তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে হয়ে খালেদা জিয়া এখন কাবাবন্দী। আজ ৮ ফেব্রুয়ারি তার কারাবন্দী দশার বছর পূর্তি। দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

Development by: visionbd24.com