তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। আর ১০ জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে সে বিষয়ে আগামীকাল (বুধবার, ২ ডিসেম্বর) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ও এর পরবর্তী বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের ফলাফল প্রত্যাখান করা বিএনপি ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যরা জনরায় মেনে নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, `নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি তারা দেখায়নি। মন্ত্রী এমপিদের শপথসহ গেজেট হয়ে যাবে এরপর রাষ্টপ্রতির কাজ শেষ করে ১০ জানুয়ারির আগে শপথ নেওয়ার কাজ শেষ হবে।’
এদিকে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখ জানিয়ে বলেন, বিএনপির মনোনয়ন বাণিজ্য এবং জামায়াতের সঙ্গে আঁতাত করায় তাদের ভরাডুবি হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, `বিএনপি জামায়াতের সাথে পার্টনারশিপে অশান্তির যে রাজনীতি অনুসরণ করেছে তাদের ভরাডুবির জন্য সেই রাজনৈতিক সিদ্ধান্ত দায়ী । তিনি আরো বলেন, ‘মহাজোটের সরকার গঠন হয়ে যাচ্ছে।’
অন্যদিকে, জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে তা নির্ধারিত হবে বুধবারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে। তিনি বলেন, `আগামীকাল আমরা বৈঠক করবো এরপর আমরা সিদ্ধান্ত নেব আমরা সরকারের সাথে থাকবো কি থাকবো না।’
Development by: visionbd24.com