১০ মার্চ ৮৭ উপজেলা পরিষদ নির্বাচন : ইসি সচিব

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:০০ অপরাহ্ণ | 468 বার

১০ মার্চ ৮৭ উপজেলা পরিষদ নির্বাচন : ইসি সচিব

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। রোববার (৩ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। এছাড়া কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

Development by: visionbd24.com