‘১৪ দলে কোন টানাপোড়েন নেই’

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৪:১৮ অপরাহ্ণ | 453 বার

‘১৪ দলে কোন টানাপোড়েন নেই’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সব শরীক সংসদে বিরোধী দলে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৯ ডিসেম্বরের বিজয় সমাবেশ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, জোট শরীকরা বিরোধী দলে থাকলেও মহাজোট কিংবা ১৪ দলের সম্পর্কের মধ্যে কোন অবনতি হবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা হল রাজনৈতিক জোট। কাজেই রাজনৈতিক জোট আমাদের থাকবেই, ১৪ দল থাকবে। সংসদে তারা বিরোধী দলের আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভাল, তাদের জন্যও ভাল।’
এসময় তিনি আরো বলেন, ‘১৪ দলীয় ঐক্য তো রাজনৈতিক জোট, এরসঙ্গে নির্বাচন বা ঐক্যের কোন সম্পর্ক নেই। এটা ভিন্ন জিনিস। এটা মনে রাখবেন মহাজোট বা জোটে বা ১৪ দলে কোন প্রকার টানাপোড়েন নেই।
সংসদে বিরোধী দল থাকলে, সরকারের কাজ করতেও সুবিধা হবে। সরকারের কোন ভুল থাকলে তা সংশোধন করা যাবে। বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।

Development by: visionbd24.com