১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৩:৪১ অপরাহ্ণ | 334 বার

১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টা হহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথম পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর টানা পাঁচদিন চলবে ব্যবহারিক পরীক্ষা। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।

Development by: visionbd24.com