বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন। চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এর সদস্য। প্রতি বছর সংগঠনটি সদস্যদের নিয়ে বনভোজনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ মার্চ উত্তরার আনন্দ বাড়িতে বনভোজনের আয়োজন করেছে ফিল্ম ক্লাব। ফিল্ম ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় তাদের বনভোজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
‘নতুন কমিটির উদ্যোগে ফিল্ম ক্লাবের জাঁকজমকভাবে পিকনিক করতে চাই। এবারের পিকনিকটা একটু বিশেষভাবে করতে চাই। গতবারও জাঁকজমকভাবে করেছিলাম।পিকনিকের মাধ্যমে শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে আনন্দ করতে পারবেন। এই বনভোজনে সুপাারস্টার শাকিব খান, ওমর সানি, অমিত হাসান, নূতন, অঞ্জনাসহ চলচ্চিত্রের তারকা শিল্পীরা অংশ নিবেন’, বলেও জানিয়েছেন ইকবাল হোসেন জয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রযোজক ইকবাল হোসেন জয়। এ ছাড়া ১০ জন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন করা হয়।
Development by: visionbd24.com