২ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯ | ১২:২৮ অপরাহ্ণ | 455 বার

২ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

কুমিল্লা ও মেহেরপুরে দুটি পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ও মেহেরপুরে মাদক কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হন। নিহত দুইজনই মাদক বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ। কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনা গ্রাম এলাকায় ডিবির ও থানা-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (২২) মারা যান। তার কাছ থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বাড়ি আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামে। অন্যদিকে, মেহেরপুরের সদর উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে আবু মুসায়েদ (৩২)নিহত হন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে।মেহেরপুর পৌর এলাকার বেড়পাড়ায় তাঁর বাড়ি। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায়। ঘটনাস্থলের একটি লিচুবাগান থেকে অজ্ঞাত পরিচয় লাশ, একটি ওয়ান শুটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Development by: visionbd24.com