বিশ্বের অর্ধেক মানুষের সমপরিমাণ সম্পদ রয়েছে মাত্র ২৬ ধনীর হাতে। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম সোমবার একথা বলেছে। তাদের বর্তমান সম্পদের পরিমাণ ১.৪ ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের গরীব ৩৮০ কোটি মানুষের সম্পদের সমান।
বিরাট এ ব্যবধান কমিয়ে আনতে সংস্থাটি ধনীদের ওপর করের পরিমাণ বাড়াতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের প্রাক্কালে দাতব্য সংস্থাটি এ প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, ২০১৮ সালে বিশ্বব্যাপী ধনকুবেরদের প্রতিদিন সম্পদ বেড়েছে ২৫০ কোটি ডলার করে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের সিইও জেফ বেজোসের সম্পদ গত বছর বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২০০ কোটি ডলারে। এ পরিমাণ সম্পদ ১০ কোটি ৫০ লাখ জনঅধ্যুষিত ইথিওপিয়ার স্বাস্থ্য বাজেটের সমান।
Development by: visionbd24.com