আগামীকাল (মঙ্গলবার) ৪৯তম মহান স্বাধীনতা দিবস। গৌরবময় এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সার্বিক প্রস্ততি নেওয়া হয়েছে। এরইমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেখানে ঢল নামবে সর্বস্তরের মানুষের।
আর তাই দিবসটি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে পুষ্পবেদী, গণসমাধিসহ বিভিন্ন অবকাঠামো। সৌন্দর্য্য বর্ধনে ফুলে ফুলে সাজানো হয়েছে চারপাশ। শেষ মুহুর্তে চলছে রং-তুলি আর লাইটিংয়ে কাজ। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য শেষ হয়েছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বরসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
Development by: visionbd24.com