৫ রাজ্যের ভোটে ধরাশায়ী মোদি, এগিয়ে কংগ্রেস

মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ২:১০ অপরাহ্ণ | 681 বার

৫ রাজ্যের ভোটে ধরাশায়ী মোদি, এগিয়ে কংগ্রেস

আগামী বছর ভারতের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই ক্ষমতায় ছিল উগ্র হিন্দুত্ববাদী এই দলটি। এর মধ্যে দুটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

ফলাফলের সর্বশেষ গতি-প্রকৃতিতে দেখা যাচ্ছে, পাঁচ রাজ্যের তিনটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। এগুলো হলো রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়। তেলেঙ্গানায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। আর মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলের জোট এমএনএফ। ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট শেষ হয় গত শুক্রবার। আজ দুপুর নাগাদ ফল জানা যাবে।

এ বছরের বিভিন্ন সময়ে হওয়া আগামী বছরের জাতীয় নির্বাচন সামনে রেখে এই পাঁচ রাজ্যের ভোটকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে মধ্যপ্রদেশে। ২৩০ আসন সংখ্যার এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। এনডিটিভির সর্বশেষ খবরে বলা হয়েছে, ১১২টি আসনে জিতেছে কংগ্রেস আর বিজেপি পেয়েছে ১০৮টি। ১১৬টি আসনে জিতলে বিধানসভায় নেতৃত্ব দেওয়া যাবে।

রাজস্থান রাজ্যের বিধানসভার আসনসংখ্যা ২০০। এখানে ক্ষমতা হারাতে যাচ্ছে বিজেপি। ১০০টি আসনের লক্ষ্যে এখানে এনডিটিভির দেওয়া তথ্যমতে ৯৪টি আসনে জিতেছে কংগ্রেস, অন্যদিকে ৮১টি আসনে জয় পেয়েছে বিজেপি। ৯০ আসনসংখ্যার রাজ্য ছত্রিশগড়ে জয় নিশ্চিত করেছে কংগ্রেস। বেসরকারি হিসাবমতে, এখানে ৬৩ আসনে জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। এখানেও ক্ষমতায় ছিল বিজেপি। বিজেপি পেয়েছে ১৮টি।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৮৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এখানে কংগ্রেস ২২টি আর বিজেপি দুটি আসনে জয় পেয়েছে। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যে স্থানীয় জোট মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ২৯ আসন পেয়ে জয় নিশ্চিত করেছে। ৪০ আসন সংখ্যার এ রাজ্যে কংগ্রেস ছয়টি ও বিজেপি একটি আসনে জয় পেয়েছে।

Development by: visionbd24.com