প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ৭ই মার্চের ভাষণ সাধারণ মানুষের প্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ পঁচাত্তরের পর নিষিদ্ধ ছিল বলে উল্লেখ করেন তিনি। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো কাগজ না কোনো নোট না, মনের ভেতর থেকে যা এসেছিল সেই বক্তৃতাটাই তিনি দিলেন।’ তিনি আরো বলেন, ‘আর এই বক্তৃতা মুক্তিযুদ্ধ চলাকালীন বজ্র কণ্ঠ হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজানো হতো। যাতে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রেরণা পেতো।’
Development by: visionbd24.com