৯৬ থেকে ৪৬’র সারার দ্বিতীয় ছবির মুক্তি ২৮ ডিসেম্বর

শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | ১০:৫৩ পূর্বাহ্ণ | 661 বার

৯৬ থেকে ৪৬’র সারার দ্বিতীয় ছবির মুক্তি ২৮ ডিসেম্বর

বলিউড নায়ক সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। ডিসেম্বরেই বলিউডে অভিষেক হয়েছে তার। ৭ ডিসেম্বর মুক্তি পাওয়া তার অভিনীত ‘কেদারনাথ’ ছবিতে অভিনয়ের জন্য হয়েছেন প্রশংসিত। এবার ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত দ্বিতীয় ছবি ‘সিম্বা’।

পর্দায় যে সারা খানকে দেখতে পাচ্ছেণ দর্শক কয়েক বছর আগেও কিন্তু সারা এমন ছিলেন না। অবাক হওয়ার মতো বিষয় তখন তার ওজন ছিলো ৯৬ কেজি! অথচ নায়িকা হতে কত কষ্টইনা করেছেন সাইফকন্যা। মাত্র দেড় বছরে ৪৬ কেজি ওজন কমিয়েন। হয়েছেন ছিপছিপে গড়নের অধিকারী। এখন সারার ওজন মাত্র ৫০ কেজি।

কীভাবে এতো ওজন কমালেন নবাবকন্যা? প্রশ্ন অনেকের মনেই। কঠোরভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন ৩২-২৫-৩৪ ফিগারের অধিকারী এই নায়িকা। সম্প্রতি জনপ্রিয় তারকা আড্ডার অনুষ্ঠান কফি উইথ করণে এসেছেলেন সারা আলী খান। এখানেই জানিয়েছেন তার ওজন কমানোর জার্নির কথা।

Development by: visionbd24.com