কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিকের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। এ সংবাদ প্রকাশের পর শোকের ছায়ায় ঢেকে গেছে নীলফামারীর জলঢাকা উপজেলা। সেসব শ্রমিকদের বাড়িতে এখন চলছে কান্না আর আহাজরি। জানা গেছে, এসব শ্রমিকরা প্রত্যেকেই ছিলেন তাদের সংসারের একমাত্র উপার্জনকারী। ইতিমধ্যে জলঢাকার দুই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা নিহতদের পরিচয় ও নামের তালিকা সংগ্রহ করেছেন।
খবরের সতত্য নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৩০), তরুণ চন্দ্র রায় (২৫), সংকর চন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯) ও অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের মো. মোরসালিন (১৮), মো. মাসুম (১৮), মো. সেলিম (২৮) ও রামপ্রসাদের ছেলে বিল্লব (১৯), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন রায় (১৯) ও মিনাল চন্দ্র রায় (২১) এবং রাজবাড়ি গ্রামের বিকাশ চন্দ্র রায় (২৮) ও কনক চন্দ্র রায় (৩৪)।
Development by: visionbd24.com