ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার সকালে কেনিয়ায় যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে মোট ১৫৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফ, বিবিসির।
জানা গেছে, আরোহীদের মধ্যে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাচ্ছিল। একজন মুখপাত্র জানান, রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ইথিওপিয়ার রাজধানী থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই প্লেনটি বিধ্বস্ত হয়।
Development by: visionbd24.com