আজ সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন মাশরাফি

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২:০২ অপরাহ্ণ | 649 বার

আজ সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন মাশরাফি

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সাংসদ মাশরাফি বিন মর্তুজা। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, গত ৩০ জানুয়ারি থেকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

কিন্তু বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে অধিবেশনের শুরুতে যোগ দিতে পারেননি মাশরাফি। অবশেষে প্রথমবারের মত আজ রবিবার সংসদ অধিবেশনে যোগ দিবেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনের ৫ দিন পরই শুরু হয়ে যায় বিপিএল। তাই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

Development by: visionbd24.com